ePharma | Leading Online Pharmacy in Bangladesh
0 Items
0

Leading Online Pharmacy of Bangladesh

  • Home
  • Blog
  • চোখ উঠলে কি করনীয়?

চোখ উঠলে কি করনীয়?

Oct 2, 2022 ePharma

চারিদিকে চোখ উঠার প্রবণতা দেখা যাচ্ছে। যেহেতু এটি ছোঁয়াচে তাই যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত।
·     কন্টাক্ট লেন্স ও চোখে মেকআপ ব্যাবহার না করা
·     চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যাবহার করা
·     আক্রান্ত চোখে হাত না দেওয়া, দিলেও সাবান দিয়ে সাথে সাথে হাত ধুয়ে ফেলা
·     ধুলাবালি ও সূর্যের আলো থেকে রক্ষা পাওয়ার জন্য কালো চশমা পরা 
·     বিছানার চাদর,বালিশ,ব্যবহৃত টাওয়াল,রুমাল গরম পানি ও সাবান দিয়ে ধোয়া
·     ঘনঘন চোখ ঘষা থেকে বিরত থাকা ও চোখে পানির ঝাপটা বার বার না দেয়া
·     অ্যালারজিজাতিয় ও যেসব খাবার খেলে চুলকায় সেসব খাবার পরিহার করা
·     যেপাশে চোখ উঠবে সেপাশে কাত হয়ে শুতে হবে,নাহলে অন্য চোখে সংক্রমন হতে পারে
·     শিশুদের চোখ উঠলে হালকা গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে, জোর করে চোখ খোলা যাবে না

Hi, there!