অনুক্রমনিকাঃ
১। কি কি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে?
২। উচ্চ রক্তচাপের লক্ষণ
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সব থেকে বড় সমস্যা হচ্ছে এ রোগে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। এটি একটি নীরব ঘাতক হিসেবে কাজ করে। বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপের কারণে নানা ধরনের সমস্যায় জর্জরিত। উচ্চ রক্তচাপের কারণ,লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানা থাকলে এ রোগের মারাত্মক ঝুঁকি থেকে বেঁচে থাকা সম্ভব।
কি কি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে?
অনেক ক্ষেত্রেই বুঝতে পারা যায় না উচ্চ রক্তচাপ কেন হচ্ছে। আগে ধারণা করা হতো শুধুমাত্র বয়স্করাই উচ্চ রক্তচাপে আক্রান্ত হন। এটি ভুল ধারণা। অল্পবয়সীদের মধ্যেও উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানীরা সুনির্দিষ্ট কোনো কারণকে দায়ী না করলেও কিছু কিছু কারণে রক্তচাপ বৃদ্ধি পায়। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
বংশগত কারণঃ
বংশের কারো উচ্চ রক্তচাপ থাকলে সেখান থেকে উচ্চ রক্তচাপ হতে পারে।
অতিরিক্ত লবণঃ
কোনকিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত লবণ খেলে রক্তের চাপ বেড়ে যায়।
অস্বাভাবিক ওজনঃ
যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের বিমান বেশি দেখা যায়।
সুষম খাদ্যের অভাবঃ
খাদ্য তালিকায় শাকসবজি মাছ মাংস ফলমূল সঠিক পরিমাণে না থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণঃ
চা কফি মদ্যপান ইত্যাদি বেশি পরিমাণে পান করলে উচ্চ রক্তচাপ হতে পারে।
বার্ধক্যজনিত কারণেঃ
সাধারণত যাদের বয়স ৪০ অতিক্রম করেছে তারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছেন।
শারীরিক পরিশ্রমের অভাবঃ
অনেকেই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে চান না। তারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে বেশি থাকেন।
মানসিক চাপঃ
মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকলে থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে।
পরিমিত পরিমাণে ঘুমের অভাবঃ
পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে মানুষজন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে উচ্চ রক্তচাপ বেশি দেখা যায়।
ধূমপানঃ
ধূমপানের কারণে রক্তচাপ বৃদ্ধি পায়।
ডায়াবেটিসঃ
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঝুঁকি খুব বেশি।
উচ্চ রক্তচাপের লক্ষণ
সাধারণত উচ্চ রক্তচাপের লক্ষণ সহজে দেখা যায় না। উচ্চ রক্তচাপ থাকার পরেও রোগীরা স্বাভাবিক কর্মকাণ্ড করতে থাকেন। তারপরেও কিছু লক্ষণ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি রোগী উচ্চ রক্তচাপে আক্রান্ত।
মাথা ঘুরানো | উচ্চ রক্তচাপ বেড়ে গেলে অনেকেই মাথা ঘোরানো এই সমস্যায় ভোগেন। |
রাতে ভালো ঘুম না হওয়া | রক্তচাপ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তবে রাতে ঘুমানোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। |
অস্থির হয়ে শরীর কাঁপতে থাকা | অনেকের রক্তচাপ ঘুম বেড়ে গেলে শরীর কাঁপতে থাকে। |
বমি হওয়া কিংবা বমিবমি ভাব | উচ্চ রক্তচাপের কারণে বমি হতে পারে কিংবা বমি বমি ভাব দেখা দেয়। |
মাঝেমধ্যে কানে শব্দ হওয়া | কিছু কিছু উচ্চ চাপের রোগের ক্ষেত্রে একটা অভিযোগ দেখা দেয় আর সেটি হল কানে শব্দ হয়। |
প্রচন্ড মাথাব্যথা | স্বাভাবিক রক্তচাপের তুলনায় যদি রক্তচাপ বেড়ে যায় তবে সেখান থেকে মাথায় যন্ত্রণা হতে পারে। |
পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া | উচ্চ রক্তচাপের কারণে অনেকের পায়ের পাতা ও গোড়ালি ফুলে যায়। |
ঝাপসা দৃষ্টি | হঠাৎ করে যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে তবে দেরি না করে প্রেসার মাপতে হবে। |
নাক থেকে রক্ত পড়া | যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের অনেকের রক্তচাপ বেড়ে গেলে নাক থেকে রক্ত পড়তেথাকে। |
বুকে ব্যথা | সাধারণত রক্তচাপ বেড়ে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হয়। |